আমিই নারী,
ভাঙ্গা সুরের টুকরো গুলো
হীরের দামে সাজাই শুধু –
আর ভেবে যাই সুদূর অতীত-
হঠাত প্রেমের দামাল হাওয়া আমায় ছুঁয়েছিল ।
আমি একলা মনে ঘরের কোণে ভাবছি শুধু চোখের জলে –
সেই তো আছে জ্যোৎস্না ভেজা রাত ,
সেইতো নদীর মাতাল বাতাস বইছে এলমেলো
ওই তো জেগে আকাশ তারা ,
কার প্রেমে সে হৃদয় হারা ।
তবুও এল না সে,
আজ বেলাশেষে দেখি আরশিতে ,
আমার বিবর্ন মুখ, বলছে আমায় –
আমায় চেনকি?
ক্ষনিকের তরে স্বপ্ন ভাঙে –
আজ প্রেম তো কোথাও নেই।