জীবনে আসে বার্ধক্য
আসে মৃত্যু
কালকের উজ্জ্বল ছটপট দেহটা
আজ জরাভারে ক্লান্ত জীর্ন শীর্ন।
আজ আর নতুন করে
কিছু পাওয়ার তো নেই
দেওয়ার তো নাই কিছু
শুধু চোখের জল ছলছল দুটি আঁখি
কি যেন খোঁজে বারবার
হ্যতোপুরানো দিনের স্মৃতি
ভেসে ওঠে বারবার স্মৃতিপটে
হয়ত বা একটু ভালোবাসা পাওয়ার আকাক্ষায়
তারুন্যের সাথে মিশে যাওয়ার আশা।
ফিরে দেখা সেই সে দিনের বয়ে যাওয়া দিনগুলো
একবার নতুন করে।
হিসাবের খাতায় হিসাব মেলানো
কি দিলাম আর কি পেলাম
বিদায় নেওয়ার আগে কান্নানয়
সবার একমুখ গাল ভরা হাঁসি
দেখে যাওয়ার তীব্র আকাক্ষা
বেঁচে থাকার ইচ্ছাশক্তিটাও
যে একেবারে দুর্বল নড়বড়ে
দুপায়ে দাঁড়ানোটা আজ বুঝি
ছেলেবেলায় দেখা রঙিন স্বপ্নের মত
শুধু হৃদ্পিন্ডের ধক্ধকানি
একমাত্র সাথী সারাক্ষন।