স্বাধীনতা তোর বয়স কত ?
কোন দেশে তোর বাস ?
আমার তো আঠারো ।
আমি তোর প্রেমে যে বড্ড পাগল ,
আমায় একটু ভালোবাস ।
পাগলী মেয়ে , জানিস নাকি , ঠিকানা আমার স্বাধীন আকাশ , নদীর বাতাস ,
কেউ দেবে না তোর কাছে এনে –
তবে আমি কথা দিলাম , ভালো আমি বাসব তোকেই , যাব তোর কাছে ,
যদি পারিস নিঃস্ব হয়ে , নির্ভয়ে ভালোবাস , আমায় একবার কাছে ডাক ।