একটু একটু করে ফিরছি আমি-
হাজার হাজার রাতের আপেক্ষার পথ ধরে,
তোমার ভালোবাসায় , নীরব নিস্তব্ধতা খোঁজে আমার উন্মত্ত মন-
আগুন পোড়া মন আমার , ভুলেছে আজ প্রেম ভালোবাসা –
আর তুমি ছুঁতে চাও শীতল সাগর,
নিশ্চুপ রাত-
স্বপ্ন পুড়ছে তোমার , যেমন একদিন আমার-
রাতের আসহ্য বেদনায় যন্ত্রণায় –
তুমি ঘুম এনে দিতে চাও আমার চোখে –
ঘুম পাড়ানিয়া গান ঘুমিয়ে গেছে একা,
এত প্রেম এত ভালবাসা তবু তুমি আমি পাশাপাশি একা একা,
চোখে আগুন ঝরছে আমার, তবু প্রেম নয় ,ঘুম নয়-
আজ মনে হয় ভালোবাসা শুধু ভালোবাসা কেন নয়-
কে জানত , আমাদের সেই মধুর প্রেম আজ এমন মুল্য চায়?
একদিন আমি হার মানিনি, তোমাকেই তো বেসেছি ভালো-
আজ তুমি পাথরের মত কঠিন সাধনায় নিমজ্জিত –
বসে আছ আমার পাশে-
কোন একদিন অজান্তে নিঃশর্ত ভালবাসার ঋণে বন্দী ,
অদৃশ্য কারাগার , প্রেম জাল –তুমিও বেসেছ ভালো শুধু আমাকেই।
আমাকে ফেরাতে চাও –
আগুনের বক্ষ থেকে কেড়ে নিতে চাও শুধু ভালবাসার দামে-
তাই তো আমি ফিরছি-
জলন্ত কয়লার গনগনে আগুনের উপর দিয়ে হাঁটছি,
কত রাতের ঝড় পেরিয়ে , রক্ত মাখা পায়-
আমাদের সেই সেদিনের এত নরম ভালোবাসার কাছেআমি ফিরছি,
তোমার প্রেমে তোমার হাত ধরে আমি আরও একবার ডুবছি।