কবিতা আসে না আর ,
পড়ে থাকে শুধু শব্দের খোলস ।
শুকনো মাঠের চৌচির বুক ,
লাগে যেন নকশী কাঁথার চাদর –
অজস্র ফাটল রেখা,
বন্দী টুকরো- মাটি ,
যেন ভাঙ্গা সপ্নের টুকরো বিছানো ,
আঁকা আছে এক গল্প ।
হয়তো গল্প ,হয়তো কবিতা ,
হয়তো বা এক ফসল ফলানো
ফাঁসি কাঠে ঝোলা চাষী মুখ ।
শুধু চেয়ে বসে থাকি ,
এক বুক ভরা পিপাসায় ,
হিজিবিজি কাটে মন ।
কি জানি আর কতদিন এভাবে
আমি জাগব, শব্দের খোলসে মুখ ঢাকব ।