আমি ফুরাব না কোনদিন ,
ফুরানো দিনের মত ,
আমি ফুরাব না-
আকাশের নীল যতদিন ,
সেখানেও রেখেছি সুখ ,
অমলিন –
ধরা দেবে তারা আগামীর দিনে ,
যে চোখ তাকাবে আকাশে-
আমি ফুরাব না কোনদিন ,
সবখানে আমি আছি ,
আছি মিশে আনন্ত আনুভবে ,
যদি থাকে সে অনুভব অনুভূতি আগামীতে
আমি আছি –জীবন্ত ,চেয়ে দেখ
আজকের সদ্য ফোটা কোন এক ফুল রঙ ,
অথবা কোন এক শীতোষ্ণ পাখি নীড়-
না, কখনো মরিনি আমি ,
না ,কোন মৃত্যু দেখিনি আমি ,
না, দেখিনি কোন বেদনার মুখ ,
এ পথে কেবলই সুখ আর সুখ
আর এই পথ শেষহীন এক প্রেম ,
শুধু শুনি এক অনন্ত সুর
বাজে বীনায় সে প্রেমে –