তোমায় জড়াব বাতাসের মত ,
উষ্ণতা মাখা দিন আজ ,
তোমায় শোনাব আমার কবিতা যত,
তাই আজ রাখিনি কোন কাজ –
প্রজাপতি ডানা মেলব দুজন ,
পাখনায় রবে স্বপ্নের রঙ তুলি –
না হয় রাত জাগা দুটি পাখির মতন ,
গুনব আকাশের তারা গুলি।
মেঘ মঞ্জরী আমের মুকুলের গায় ,
জড়ানো অদৃশ্য সুনিপুণ ফাঁদে ,
আটকানো পতঙ্গের মত মন হায় ,
এতদিন শুধু কেঁদেছে বিরহ বিষাদে ।
আজ বসন্ত এসেছে যে পথে, সে পথ দিনের শেষে হারায় যদি আলো ,
হৃদয় পুড়িয়ে আগুন জ্বালাব আমি , আমি তোমায় বেসেছি ভালো।