ওই যে গো ,ছন্ন ছাড়া ,ছন্দ তাল পর্ব ও মাত্রা হারা , মুর্খ যারা –
শুধু শব্দ বোনে ভুলে ভরা তন্দ্রা হারা ,আমার মত পাগল যারা ।
কাব্য মোটেই হয়না তাতে -,শুধুই জাগে হৃদয় ভরা গভীর ক্ষত ,
না ফোটে ফুল শিউলি বকুল আমের মুকুল , কেবল সময় নষ্ট যত ।
নষ্ট কত কলঙ্কহীন হাজার হাজার সাদা কাগজ মেঘের মত ,
সে অপরাধে রয় যে আমার মাথানত –
তবু কাব্য আমার হয়না কবি তোমার মত।
বৃষ্টি বাদল রোদের আকাশ ঝর্না নদী সাগর পাহাড় হাজার তরু –
শব্দ ভরা বন শরীরে দাবানলের তীব্র আগুন ,পুড়তে পুড়তে হলাম মরু ,
তবুও আমি স্বপ্ন দেখি ,একদিন এক আকাশ ভরা বাদল মেঘের সচ্ছ ধারা গভীর প্রেমে –
ধুচ্ছে আমার কলঙ্কিত ছন্ন ছাড়া তাল পর্ব মাত্রা হারা শব্দ শরীর , আলতো চুমে ।
আসরের শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ুন আমার পাতায় এক প্রশ্ন সূচক মন্তব্যের উত্তর খুজতেই এই কবিতার জন্ম । তাই এটি কবিকেই উৎসর্গ করলাম ।