আমার নাম বিল্লু ,
দেশের প্রধান মন্ত্রীর নাম আমি জানি ,
মাটির উনুনে হাড়িতে চাল জল চাপিয়ে ,
সেলাই করা চটে মা শুয়ে থাকে ,
রাত হলেই জ্বর আসে ,
মা বলে ও কিছু নয় ,সারাদিন মাঠে জলে চাষে কাজ -
এবার বই নিয়ে পড়তে বস ।
মায়ের পাশে পড়তে বসি-
সরূপ স্যারের অঙ্ক ক্লাসে সংখ্যা গুলা কেমন ঊড়ে বেড়ায় দেখি-
বিয়োগ গুন ভাগ সবই গুলিয়ে যায় –
কত মার মারছে সরূপ স্যার –
সরূপ স্যার প্রধান মন্ত্রীর গল্প বলে –
প্রথমটা মিলে গেছে আমার সাথে ,
আমি গ্রামের মেলায় পাঁপর বেচি ,
তোমার সাথে চাষে খাটি ,
কী হতে চাও তুমি ? স্যার জানতে চাইলে ,
সবাই বলছে ডাক্তার হবে , মাস্টার হবে ,
আমি বলছি আমি প্রধান মন্ত্রী হবো –
ভাতের হাড়ির চাল ফুটে ওঠে -
মা বলে আজ ফেন ভাত ,
তাতে কি -
একদিন আমি প্রধান মন্ত্রী হবো ।