কতবার , কতদিন , কত সহস্র বছর
তোমার সাথে আমার আদরের খেলা ,
কখনো তুমি বাতাস ,আমি জল –
কখনো তুমি আকাশ , আমি মেঘ
আবার কখনো তুমি পুরুষ আমি নারী –
তুমি মানব আমি মানবী –
কতবার তুমি বসন্ত আর আমি সে বসন্তের ঝরা কৃষ্ণ চূড়া ,
না তুমি জান , না জানি আমি
শুধু জানি তোমার আমার প্রেমের কোন শেষ নেই –
তুমি ছুয়েছ আমায় কতবার গোধূলির রঙে ,কত চুম্বনে
হিসাব রাখিনি আমি ।
কত বার হয়েছি মাতাল সমুদ্র ঢেউ প্রেমে তোমারি সাথে –
কে গুনেছে ব লো ?
তোমার শরীরে কত না আদরে এঁকেছি আমার মন , শব্দহীন বর্ন হীন –
তুমি পড়েছ সে সব আদুরে রঙ, কত না প্রেমে , –
আরো কত দিন কিছু নাম না জানা শব্দ তারা ,গভীর আদরে ,
ঘিরেছে তোমায় আমায় –
না তুমি, না আমি ,খুজাছি তার পরিচয় -
কিছু চুড়ির রিনিঝিনি , কিছু ছড়ানো মুক্তা মালা ,
অলস আগলে বাঁধা কেটেছে কত বেলা ,
কোথা ছিল শুরু কোথা হল শেষ ,
রাখিনি তো মনে স্মৃতি ভার –
তবে কি হারাল সব ?
কি করে হারাবে , কোথায় হারাবে ,
যতক্ষণ আছ তুমি , যতক্ষণ আছি আমি –
তারা আছে জল মাটি দেহে আগুন প্রেমে তোমার আমার ভিতর ।