কবি আর কত তুমি ভরাবে খাতা
লিখে গরিবের ক্ষুধা তেষ্টা,
আর কত তুমি হবে গরিব?
পাথর সেদ্ধ বসিয়ে অপেক্ষায় এক মা
জ্বাল দিয়ে যায় উনুনে,
ক্ষুধা ভুলে গিয়ে আসে নেমে যদি শিশুদের চোখে ঘুমটা---
এভাবে ঘুমিয়ে পড়ার আগে--
কবি ,আমি আর তুমি চলো প্রতিবাদ করি লুট করে যারা দেশটা।