কত নীল প্রেমে ডুবল পৃথিবী , কত লাল ছিল আকাশে –
কত নদী বইল রক্ত স্রোতে ,
ক্ষু্ধার সাম্রাজ্যে হিংস্র বন্য থাবা শরীরের বাঁকে বাঁকে ,
স্পর্শে স্পর্শে মৃত্যু ভালোবাসার -
কি লিখব আমি ?
আমি নারী , আমি নই কোন কবি -
কিছু চিহ্ন রাখিনি আমি ,হারাবার আগে কিছু রাখিনি পরিচয় –
তীর ভাঙা ঢেউয়ে হাজার সহস্র টুকরো হয়ে
অর্থ হীন আঁকি বুকি ,এঁকেছে অভিমান –
আমি পড়তে পারিনি –
তুমিই পড়েছ - তুমি কবি যে -
তাইতো ঢেকেছ হৃদয়ের ক্ষত কিছু শব্দের ব্যার্থ কান্নায় –
আজ না হয় ছুটি -
আজ কাব্য নয় -
ব্যর্থ মানব জীবন বারুদের থেকে কম নয় -
কাব্যের ঠোঁটে, উষ্ণ চুম্বনে একটু আগুন রেখো ।