যত আছে ক্ষমা ,  প্রেম,  ভালোবাসা ,
আমি নারী সবটুকু দিতে পারি ,
এই মন ,এই প্রান -
এ জীবনে কেবল ,
শুধু যে পুরুষ তুমি –
তোমাকে মানুষ রূপে পাবার ।