কুমীরে খুব ভয় আমার ,
জলের ভিতর স্থির চুপ সে ।
শিকার দেখলে অতর্কিত আক্রমন ,
ছিড়ে খাবে জীবন্ত মাংস ।
ভাগ্য ভাল থাকলেই রক্ষা নইলে পেটের ভেতর -
তবুও একটু নিশ্চিন্ত লাগে , আমি বনের হরিণ নই ,
আমার কুমিররের আস্তানায় জল খেতে না গেলেও চলবে –
কিন্তু আমার অমানুষে আরো বেশী ভয় ,
মানুষের ভিতর স্থির চুপ সে ,
আমার চারপাশে মানুষের ভীড়ে বার বার তার নিশানায় আমি –
আমি তো বনের হরিণ নই ,
মানুষের জঙ্গলে তাই চলে প্রতিদিন প্রতি মুহুর্ত আমার ত্রস্ত বাঁচার লড়াই ।