কবিতাকে বলেছিলাম, একথালা ভাত হতে পারবি?
ক্ষুধার্থ মানুষের পাতে-
কবিতাকে বলেছিলাম,
অন্ধ ভিখারীর থালায় ,কটা খুচরো পয়সা হতে পারবি?
কবিতাকে বলেছিলাম
যে পাগলী মেয়েটা সন্তান আগলে বসে আছে
আজ ধর্মতলার মেট্রো স্টেশনে,
চারিদিকে ছড়ানো কটা শুখনো বাসি ভাত-
ওর সন্তানটিকে মানুষ হবার অধিকারটুকু আদায় করে দিতে পারবি?
যে মোট বওয়া শ্রমিক গুলো গরমে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েছে পায়ের তলায়,
কবিতাকে বলেছিলাম ওদের শক্ত শিরদাড়ায় বিদ্রোহের আগুন লাগিয়ে দিতে?
যাতে কেউ এত সহজে ধূলায় না লুটাতে পারে-
বিশ্বাস করো,
আমি শুধু একথালা ভাত চাইছিলাম,
কবিতা নয়-
বিশ্বাস করো ,
আমি কটা খুচরো পয়সা চাইছিলাম অন্ধ ভিখারীর থালায়-
কবিতা নয়-
বিশ্বাস করো
আমি শুধু চাইছিলাম,
মানুষের একটু মানুষ হওয়ার অধিকার,
কবিতা নয়-
কবি তেমার কবিতা ,
কখনো একথালা ভাত হতে পারেনি,
তোমার কবিতা অন্ধ ভিখারীর থালায় কটা খুচরো পয়সা হতে পারেনি,
পাগলী মায়ের পাশে বসে হাত বাড়িয়ে ভিক্ষা চাইতে পারেনি-
তাই কবিতা নয় ,
আমি ভিক্ষাই ভালোবাসি,
কবিতার চেয়ে-