তোমাকে খুঁজতে খুঁজতে মরুভূমির সমস্ত বালি সরালাম ,
তোমাকে খুঁজতে খুঁজতে সাগরের সমস্ত জল পান করে নিলাম ,
তোমাকে খুঁজতে খুঁজতে সমস্ত আগুন গিলে খেয়ে নিলাম ,
জল, অগ্নি, ভুমি, বাতাস তোলপাড় করে খুঁজলাম তোমায় -
কোথাও তোমার চিহ্ন টুকু নেই ,
তবে কি তুমি নেই ?
তোমার না থাকাটাই বুঝি আমার প্রেম ,
আর থাকলে ,বুঝি মিথ্যে হত তা ।