এই লেখা আমার একটি কবিতার কিছু উদ্বৃত অংশ । মূল লেখাটি আসরের শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয় কে পাঠিয়ে ছিলাম "আলোর মিছিল" এর জন্য এব্ং তা নিয়ম অনুযাইয়ী তিরিশ লাইন ছিল ।তারি বাকি অংশ টুকু এখানে দিলাম ।
যে ভাষায় আমি আকাশের রং নিল দেখি মনে মনে ,
যে ভাষায় আমি কবিতার খোঁজে শব্দের পর শব্দ বুনি অকারনে,
যে ভাষায় আমি চির সবুজ চিনেছি , এক বিস্তির্ন ধান ক্ষেত ,
যে ভাষায় আমি চির সবুজ বনানী ,
সে ভাষা আমার বাংলা ।
যে ভাষায় আমি নীরবে তোমায় বেসেছি ভালো ,
যে ভাষায় আমি ছুঁয়ে দিই ওই দূর নক্ষত্রের আলো ,
যে ভাষায় আমি রাতের আকাশে একাকী বিলিন তারাদের দেশে,
যে ভাষায় আমি এক ভিখরী বাউল মন, ফিরি পথে পথে -
সে ভাষা আমার বাংলা ।
যে ভাষা আমার হাতের চুড়ির রিনিঝিনি ,,
যে ভাষা আমার সবুজ ধানের শিশের ভিতর ঘাস ফড়িঙের সাথে খেলে লুকোচুরি,
যে ভাষার প্রেমে আমি ঝড়ের বাতাস, সুনামির উচ্ছাস ,
যে ভাষায় আমার লেখনি উন্মুক্ত তলোয়ার ,
সে ভাষা আমার বাংলা।
যে ভাষায় লুকানো আমার প্রান ,
যে ভাষায় বাঁধা আমার সব রাগ সব সুর তান ,
যে ভাষায় ভাসে আমার স্বপ্নের ভাঙ্গা তরী ,
যে ভাষার প্রেমে আমি চির উন্মাদ বদ্ধ পাগল ,
সে ভাষা আমার বাংলা।