যে ভাষায় আমি ঘুম থেকে উঠি ,
যে ভাষায় আমি সূর্য কে দেখি ,
যে ভাষায় আমি ফুল হয়ে ফুটি ,
যে ভাষায় খুঁজি আমি আমার আমিকে প্রতিক্ষন ,
সে ভাষা আমার বাংলা –
যে ভাষা আমার মনের সাগর গভীর অতল ,
যে ভাষা আমার সৃষ্টি লগ্নে রক্তের চলাচল ,
যে ভাষা আমার হৃদয় জুড়ে নীরব নিত্য কোলাহল,
যে ভাষা আমার নীরব অনুভব নিশ্চুপ কথাহীন এক সবুজ পাহাড় ,
সে ভাষা আমার বাংলা ।
যে ভাষায় আমি বারুদের এর মত জ্বলি ,
যে ভাষায় আমি সূর্যের মত পুড়ি ,
যে ভাষায় আমি মেঘের মত উড়ি ,
যে ভাষায় আমি বৃস্টির মত ঝরি ,
সে ভাষা আমার বাংলা ।
যে ভাষায় আমি প্রেম গায়ে মাখি বসন্ত বাতাসে ,
যে ভাষায় আমি রঙ লিখে দিই আকাশে আকাশে ,
যে ভাষায় আমার দিন শেষে রাত ফিরে আসে ঘরে ,
যে ভাষায় আমি ঘর জুড়ে বুনি সংসার ,
সে ভাষা আমার বাংলা ।
যে ভাষায় আমি চিনেছি আমার জন্মভুমি ও মাতৃক্রোড় ,
যে ভাষায় আমি কবিতাকে চিনি যেন জন্মে জন্মে ,
যে ভাষায় শুধু আমি নয় আমার আত্মাও কথা বলে,
যে ভাষার প্রেমে আমি হাঁটি আলোর মিছিলে মৃদু পায় বিশ্বের দরবার,
সে ভাষা আমার বাংলা ।
"আলোর মিছিল" পত্রিকায় প্রকাশিত , একটু পরিবর্তন ওখানে করা হয়েছিল , কিন্তু আমার মূল লেখাটি এটাই ছিল।