আমাকে ছুঁয়ে দেখ ,
আমার হৃদয়ের রঙ তুমি ।
আমাকে ভালবেসে দেখ ,
আমার ভালবাসার রঙ তুমি ।
আগুনে পোড়েনি মন
পুড়েছে তোমার বিরহে-
আমাকে ছুঁয়ে দেখ
কতটা পুড়েছি আমি
কতটা রয়েছে বাকি ।
যে জীবনে তুমি দিন ,তুমি রাত
তুমি সূর্য ,তুমি চাঁদ
তুমি সুখ ,তুমি দুখ
সেকি শুধু আমার ?
আমাকে ছুঁয়ে দেখ
এ আমিতে কতটুকু আছে আমার –