এখন ভীষন হলকা জীবন ,
উড়ছি যেন তুলোর মত ,
এক ফুঁ এ তেই এদিক সেদিক
মেলছি ডানা পাখির মত –
পাগল নাতো , প্রেমিক আমি –
কে জানত প্রেম এমন ভাসায় ,
নীল আকাশে মেঘের মত।
কী নাম আমার ,
কে জানে তা ,
এখন আমি তোমার নামেতেই
বাঁধছি জীবন ।
অর্থ তুমি আর খুজছো না
এই কবিতার শব্দ ছিঁড়ে ,
বরং তুমি আমায় ছুঁয়ো ,
ওজন শূন্য আলোর মত ।