কি ব্যাপার বলতো ,
যা লিখছ তাই কবিতা হয়ে যাচ্ছে ,
যাদু কলম পেলে নাকি ?
তা কোথায় পেলে ?
কোন দলে ?
কি ব্যাপার বলতো ,
যা আঁকছ তাই ছবি হয়ে যাচ্ছে ,
রঙের কালি , সাদা কাগজ অঢেল পেয়েছ নাকি ?
তা কোথায় পেলে ?
কোন দলে ?
কি ব্যাপার বলতো ,
অসৎ মুখে চকচকে উজ্জ্বল আলো,
চকমকি পাথর পেলে নাকি ?
তা কোথায় পেলে ?
কোন দলে ?
তা কি ব্যাপার বলতো ,
মস্ত সরকারী চাকরি পেলে ।
আলাদীনের প্রদীপ পেলে নাকি ,
তা কোথায় পেলে ,
কোন দলে ?
তা কি ব্যাপার বলোতো ,
হাজার অপরাধ করে ঘুরছ বুক ফুলিয়ে ,
ভোটের টিকিট পেলে নাকি ?
তা কত দিলে ?
কোন দলে?