একটা আকাশ, সাদা কাগজ –
এক পৃথিবী রুক্ষ হৃদয় ,
লিখছে কবিতা কোন এক কবি ,
গভীর প্রেমে হাজার বছর , রঙের তুলি টানছে কেবল আপন মনে -
একটা কবিতাও প্রেমের মত হয়নি লেখা –
তাইতো রাগে সন্ধ্যা আনে ভগ্ন হৃদয় ,
আঁধার কালো রাত ,সব মুছে দেয় রঙের খেলা –
সব ছিল ভুল ।
ভোরের আলোয় আবার তোমার কাব্য শুরু রঙের মেলায় –
মানব জীবন খেলনা পুতুল , মনের ভিতর কত রঙে খেলছ তুমি –
যেমন খুশি লিখতে পার ভাগ্য আমার -
কাব্য তোমার মনের মত হয়না তবু –
তাইতো তুমি লিখছ কেবল ,
লিখছ কেবল দিন পেরিয়ে, রাত পেরিয়ে , –
যুগের পর যুগ পেরিয়ে –
হাজার তুলি , হাজারটা রঙ, নষ্ট কত মানব জীবন ,
নষ্ট পাখির নীড় -
ব্যর্থ তুমি নষ্ট সময় – এক এক করে সব মুছে যায় –
কোন ইতিহাস রাখতে পারে ? সাধারন এক তুচ্ছ নারীর প্রেম কাহিনি –
সস্তা শাড়ি ,নকল সোনার গয়না পরে – প্রেমের খোঁজে তোমার মতই
এক সে নারী কাটায় জীবন সস্তা ভীষণ – নষ্ট বেলা -
তাই আজও তোমার সাদা আকাশ ,
আজও তুমি মত্ত কেবল রঙের খেলায় – শুধু একটা প্রেম আর একটা কবিতা?
জীবন মরণ সব হারিয়ে ক্লান্ত সময় বন্দী কতকাল ,
তোমার হাতের মুঠোয় এমনি করে –
আর আমি, যুগের পর যুগ এক নিঃশর্ত ভালোবাসার ঋনে,
চিরকাল জাগব তোমার সাথে , –
বিরহের বলয় রেখায় বন্দী হয়ে গভীর প্রেমে ।