আজকাল প্রেম ভীষণ সাহসী ,ভীরু ,লাজুক নয় সে মোটে ,
আজকাল প্রেম উষ্ণ আদরে , ঠোঁট রাখে তোর ঠোঁটে ।
আজকাল প্রেম গাছের শাখা্য় , লাল পলাশের রঙ ,
আজকাল প্রেম জড়ায় আদরে, দ্বিধা হীন তার মন।
আজকাল প্রেম নয় লুকানো গোপন চিঠি্, বন্দী রঙ্গিন খামে ,
আজকাল প্রেম রঙ্গিন ঘুড়ি ,আকাশে ঊড়তে জানে ।
আজকাল প্রেম তপ্ত বাতাস , মরুর ধুলি ঝড় –
আজকাল প্রেম বাদল দিনের বৃষ্টি ঝর ঝর ।
আজকাল প্রেম বাসের ভিড়ে যেন শুধু আমরা দুজন ,
আজকাল প্রেম ডুবে যায় প্রেমে যখন তখন না থাকুক নির্জন।
আজকাল প্রেম সহজ সরল বইতে পারে নদীর মতন ,
আজকাল প্রেম একলা আকাশ নীল দিগন্তে একমুঠো মন -
আজকাল প্রেম শুধু মনে মন নয় , শরীরে শরীর জড়ায়,
আজকাল প্রেম ভোরের আকাশে সুর্জ উঠিয়ে তারাদের ঘুম পাড়ায় ।
আজকাল প্রেম থাকে না শুধু কল্পপ্রেমের গল্পে ভেসে,
আজকাল প্রেম বলতে পারে ভালোবাসি আমি তোকে ।