দিনের পর রাত , রাতের পর দিন ,
জন্ম মৃত্যু এক বৃত্ত ইতিহাস ,
ঠিকানা বিহীন নিরুদ্দেশ পথ হাঁটে এক মন –
আর পৃথিবীর ধূলা মাটি মেখে বসে থাকে এক বিরহ বেলা-
রুক্ষ চুল এলোকেশী ,উদাস চাহনি –
কিছু কি হারাল তার?
জির্ন শাড়ীটার খুটে বাঁধা কিছু আশা ,
এমন শান্ত মুখ তার, দেখিনি আগে –
স্থির দিঘি জল , আয়না ধরে ,দেখো দেখো
যেন সে এসেছে ফিরে আবার ।
সবুজ লতার দল ঢেকেছে
সরু নির্জন পথ ও প্রাচীন পোড়ো মন্দির –
যেন ঘুমায় সুপ্ত আদিম দেবতারা –
এত সবুজ , এত ঘন অন্ধকার আঁকে কার মুখ ?
তোর কিচ্ছু মনে নেই ?
গ্রীষ্মের দাবদাহ , শুখনো ফাটা চৌচির ভূমিরূপ –
গ্রাম ছেড়ে নরনারী দল হেঁটে ছিল ক্লান্ত নিরুদ্দেশ পথ একদিন ,
পৃথিবীর বুক খুড়ে উঠে আসে কত ইতিহাস,
শুধু আকাশের মেঘ-বৃস্টি চিনেছে আজ কান্না ঝরা শ্রাবণ ।