আজ পাথর হতে মন চায় ,
পাথরের বুকে গভীর প্রেমে যদি সে ফুল ফোটায় ।
আজ কবিতা হতে মন চায় ,
এক সমুদ্র প্রেমে কবিতায় যদি সে হৃদয় হারায় ।



আসরের শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ূনের  ' কবিতা একটি নিরেট পাথর "  কবিতায় আবেশিত হয়ে এই লেখা ।