আমি আজ মাখব আগুন, যেমন মাখে
বারুদ আগুন গভীর প্রেমের উষ্ণ ঠোঁটে –
আমি আজ ইচ্ছে প্রেমের ইচ্ছে ডানা হবো
এক বসন্ত প্রেমের রঙে , যেমন ফুলেরা ফোটে ।
আমি আজ পুড়ব তেমন ,যেমন পোড়ে
সূর্য শরীর আগুন প্রেমের ভেতর ,
আমি আজ লিখব আগুন প্রেম, নকশিকাঁথার মতন
উষ্ণ ঠোঁট সূচের ডগায়, তোর শরীর স্বপ্ন বালুচর –