সে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে-
আর একটু এগলেই কালীঘাটের কালী মন্দির ।
তার খোঁপায় ফুলের মালা ,
চোখে গভীর কাজল রেখা,
ঠোঁটে তার লাল লিপস্টিক,
সে দাঁড়িয়ে আছে সেজেগুজে ।
মন্দিরের পথে ফুলের দোকান ,
ধুপের দোকান , মিষ্টির দোকান –
সে পুজার ফুল বিক্রি করে না,
সে ধুপ মিষ্টি ও বিক্রি করে না ।
সে হাসতে হাসতে নিজেকে বিকোয়
সাজানো পুজার ডালার মত ।
কিছু খারাপ লোকের সাথে
কিছু ভাল লোক চুপি চুপি –
অনেকেই তাকে কিনে নেয় সস্তায় ।
আর কিছুজন কিছুটা তফাতে হাঁটে
সে যে নষ্ট মেয়ের দলে –
যে মেয়ে কখনো করেনি নষ্টামি ,
দুটো টাকার বিনিময়ে দিয়েছে দেহ
তার কাছে কখনো ঠকেনি যে কেউঁ
সে নিজেই নিজেকে ঠকায় বার বার।
সমাজের সব কালি মুখে মেখে -
আদি গঙ্গার মত বইছে জীবন তার ,
কালো জল ভরা পবিত্র এক নদী ।