আধেক কবিতা হবি তুই,
আধেক কবিতা হব আমি,
মাটির পৃথিবী জু়ড়ে ঘর
বাঁধবে আকাশের চাঁদ নামি