আছে আছে এক দেশ ,
সবার অজানা প্রিয়তম –
সুনামির উচ্ছাস শুধু পাড়ে –
নেই তার লেশ টুকু গভীরে
সেরকমই আছে আছে এক দেশ ,
হিংসার লেশ টুকু নেই যেখানে –
তবে সে দেশ মানুষ শুন্য ,
হতে হবে তাই একটু বন্য –
ভেবে নিতে পার তুমি আমি প্রজাপতি ,
রঙ্গিন ডানায় যেথা খুশি উড়ি –
খুব কি কঠিন হবে
মানুষের খোলস ছেড়ে প্রজাপতি সাজা ?