মুচি বলে করছ ঘৃণা
         পারছ তারে গালি,
               সে যদি গো কাজ না করে
                      জুতায় দেবে কে তালি?
  নিজের জুতা নিজেই তবে
       করে মেরামত,
           মুচির খেতাব নিবে তুমি
                নয় তা খারাপ মত।
  এই সমাজে ছোট বড়
          করলে ভেদাভেদ,
                সভ্য সমাজ গড়ার মাঝে
                        পড়ে যাবে ছেদ।
ছোট বলে নেই কোন কাজ
         হউক—কসাই, মুচি গিরি,
                  এসো সবাই কর্মী হয়ে
                            নিজ হাতে কাজ করি।
   কাজ তো কাজই,  হউক না তাহা
           ছোট কিবা বড়,
                  সবাই মিলে কাজ করিয়া
                          উন্নত দেশ গড়।
...............************...........................
রচনার স্থানঃ বাংলা বাজার ,চট্রগ্রাম।
   তাং-৩১/০৩/২০১৫ইং।