দু' টি হাত দু' টি পা
লেজ বিহীন একটি মাথা,
বুদ্ধি আছে বিভেক আছে
বলতে পারে কথা।
পরস্পরে হিংসা আছে
উপকার ও করে,
স্বর্থের উপর আঘাত এলে
মারতে ও সে পারে।
জাত জাতকে মারতে পারে
এই জাতির এক ভিন্ন স্বভাব,
ভিন্ জাতিতে দেখছি সেথা
এই স্বভাবটার আছে অভাব।
পৃথিবীতে রাজত্ব তার
সকল জীবের উপর,
শ্রেষ্ঠ বলে ঘোষিত হয়
এই ধরণীর ' পর।
সকল ভাল মন্দ বুঝে
আছে বিভেক বুদ্ধি,
তবু তাদের কারো কারো
হয়না চিত্ত শুদ্ধি।
প্রেম জানে প্রীতি জানে
জানে ভালবাসা,
তবু তাদের হয়না পুরণ
মনের সকল আশা।
চাওয়া পাওয়ার শেষ নাহি তার;
কেউ বা অল্পে তুষ্ট,
কেউ সাধু- ভদ্র বা
কেউ বেহায়া দুষ্ট।
তিনটি বর্ণে জাতের নাম
জাতে দুটি শ্রেণী,
এই ধরণীর নাট্য মঞ্চে
এ রাজা সে রাণী।