মায়ের চরণ সেবিস বাছা
স্বর্গ যদি চাস্,
মায়ের মনে ব্যথা দিলে
হবে সর্বনাশ!
মা যে তোর স্বর্গ-দেবী
আর যে কেহ নয়,
কোন্ সন্তানে যায় রে ভূলে
মায়ের পরিচয় ?
ভ্রমর বুকের তৃষ্ণা মিটায়
পিয়ে ফুলের মধু,
আমার মনের তৃষ্ণা ঘোচে
ডাকলে মা মা শুধু ।
মায়ের আদর মায়ের স্নেহের
নাই তুলনা এ-ভুবনে,
তাই তো মায়ের স্মৃতি খানি
এতোই আঁকি মনে ।
ও মা,আমার মা -গো
তুমি সান্ত্বনা গো!
তোমার মত দরদী আর
কাওরে দেখি না-গো ।