সঘন বরষায়  ব্যাকুলিত মন হায়
বসে আছি পথ চেয়ে তোমার আশায় ।
কথা দিয়েছিলে তুমি আসবে বলে
আষাঢ়ের ঘন বরষায়
কতদিন পর আজ দেখবো তোমায় ।
মনে পড়ে কত স্মৃতি ছোট্টো বেলায়
শ্রাবণ-ধারায় ভিজেছি কতো,
আজ ভিজবো তোমার প্রেমের ধারায়।
তুমি কি জানো না ওগো
প্রিয় বিনা প্রিয়া কত  অসহায়, বরষায়।
এসো ত্বরা করি,  এ বিরহ আর সহা নাহি যায়
ম্লান হবে যত শৃঙ্গার করিয়াছি তোমার আশায়৷