ভেঙেচুরে শেষ, আছো তুমি বেশ
হৃদি মাঝে অপার শান্তির রেশ,
সুখের স্রোতে ভাসুক তব জীবন
স্মৃতির ধারায় ভিজবো আজীবন৷
দগ্ধ হৃদয়ে দেবে না কেউ মলম
ব্যথার সুরে কাঁদে আমার মরম,
তোমার ভালোবাসা থাক শান্তির নীড়ে
আমার বুকে হচ্ছে ক্ষত বিরহের তীরে৷
সময় থামে না, বয়ে চলে ঢেউ,
হৃদয়ের ক্ষত, পায় না দেখতে কেউ
তোমার প্রশান্ত মুখে হাসির আভাস,
আমার কান্নায় মিশে দীর্ঘশ্বাস ৷
জানি, তুমি নেই আমার অপেক্ষায়
আমার জীবন যে তোমারি ছায়ায়,
তোমার আকাশে উঠেছে রঙধনু
আমার বুকে দগ্ধ স্মৃতির রেনু।
তবু প্রার্থনা, থেকো তুমি সুখে
না হয় জীবন আমার কাটবে দুখে,
তোমার জীবনে থাক সকল খুশির আলো
আমি থাকি অন্ধকারে জড়িয়ে কষ্ট কালো৷