হতবাক আমি আজ লাগে যে বিস্ময়
বদলে গেছে মোদের  এই মাতৃভূমি
হারিয়েছে আজ তার সুর তাল লয়
তোমার আমার এই পুণ‍্য জন্মভূমি।

চারিপাশে ওড়ে দেখো শকুনের দল
চোখ থাকে ভূমি 'পরে  ভাগাড়ের দিকে
কাঁচা মাংস খায় তারা আছে বাহু বল
অসহায় পথে ঘাটে   পায় তারা যাকে।

সবুজ ঘাসেতে লাগে রক্ত রাঙা ছোপ
শোষকের মুখে শুনি শুধু অট্টহাসি
রক্তলোলুপ দৃষ্টিতে বসায় যে কোপ
চোখের জলেতে ভাসে আজ বিশ্ববাসী।

সাধুর বেশেতে ঘোরে ধর্ষকের দল
সুযোগ পেলেই তারা  মারে যে ছোবল।