মুখোশের আড়ালে মানুষ চেনা বড়োই কঠিন
মারিচের রূপে যেন সোনার হরিণ।
মুখে তাদের মিষ্টি ভাষণ ,অন্তরে বিষের ছুরি
মাথায় তাদের দুষ্টু বুদ্ধি সুযোগ পেলেই চুরি।
ভালো মানুষের অভাব বড়োই এই দুনিয়ায়
মানবতা পড়েছে ঢাকা  মিথ্যা আর স্বার্থপরতায় ।
টাকার ভারে পড়ছে চাপা অসতের দোষ অন্যায়
কলিযুগে নির্দোষ গরিব শুধুই সাজা পায়।
ভালোবাসা হারিয়ে গেছে এই স্বার্থপরের  দেশে
ভাইয়ের রক্তে খেলছে হোলি সাধুর ছদ্মবেশে।