অবাধ্য সময় শোনে না কভু কথা
থমকে যায় জীবনের মাঝে যথা তথা ৷
ভাগ্যের চাকা ঘোরে সদা প্রভুর দয়ায়
কেন তবে মনে হিংসা এই দুনিয়ায় ৷
সময় থাকবে না থেমে কারোর জন্য
ভালো কাজ করো কিছু লভিবে পুণ্য ৷
কদিনের তরে এসেছি কেউ জানি না
খাঁচার পাখি উড়বে কখন টের পাবে না ৷
সময়ের মূল্য নির্ধারণ নয়তো সহজ
সঠিক ভাবে পথ চলো, পাবে প্রভুর খোঁজ ৷