পৃথিবীর বুকে নেমেছে দেখি বর্ষা
শান্তির নিঃশ্বাস ফেলে মানুষ সহসা।
তীব্র গরমের চোটে ওষ্ঠাগত জান
বর্ষার বারিধারা জুড়িয়েছে প্রাণ।
মাঠ ঘাট চারিদিক জলে থইথই
চাষীরা আনন্দে করছে দেখি হইচই।
নতুন ধানের বীজ পুঁতবে  এবার
সবুজে সবুজে ভরে যাবে চারিধার।
কখনো ঝিরঝির কখনো ঝমঝম ঝরছে
গুরুগম্ভীর সুরে আকাশও সুর মেলাচ্ছে।