শুভ্র বসনে যায় না ঢাকা
অসৎ জীবনের কলঙ্ক
মিথ্যার আড়ালে সত্য ঢেকে
বোঝাস লোকে ভুল অঙ্ক।
প্রমাণ লোপাট করলে বুঝি
ধামা চাপা থাকবে পাপ
জনগণ এবার খুলেছে মুখ
খুলবে তোর পাপের খাপ।
ভাবলি না তুই প্রজার কথা
গদিতে তোর ভীষণ লোভ
তাকিয়ে দ্যাখ চারপাশে
জনগণের আজ কিসের ক্ষোভ।
ধুলো দিয়ে প্রজার চোখে
ভিক্ষা দিয়ে সাজলি মহান,
তোর মতো নয় মূর্খ সবাই
ধ্বস্ত হয়েছে তোর মান সম্মান ।
আমজনতার চোখে আগুন
টলাবে এবার সিংহাসন
লালসার জীব কাটবে এবার
বধ হবে স্নেহের দুঃশাসন।
পাপ দিয়ে গড়া কাঁচের ঘরে
কাটবে না আর সুখের প্রহর
পাপের কলস হয়েছে পূর্ণ
খুঁড়লি নিজেই নিজের কবর।