বিষয়ের বিষে আজ তিক্ত মানব সমাজ
মানুষের মনে নেই কোনো খুশির সাজ।
হাসির মুখোশ এঁটে করে ভালোই অভিনয়
বিষয়ের লালসায় খুন করতেও লাগে না ভয়।
হারিয়েছে মানুষ তার মনুষ্যত্ব অর্থের লোভে
রক্তে নেশা লেগেছে, বিবেক বিকিয়েছে ক্ষোভে।
খালি হাতে এসেছি আমরা যাবোও খালি হাতে
কেন তবে এই হানাহানি জগৎ সংসারেতে।
সব হিংসা ভুলে এসো একসাথে করবো শপথ
বিষের বিষঝাড় উপড়ে ভুলবো হিংসার পথ।