জাগো, ওঠো, নয় দেরি নয় আর
পাওনি শুনতে বেজেছে যুদ্ধ ভেরি।
পথে আজ বাঁধভাঙা জনতাজোয়ার
এবার এসেছে সময় হিসাব নেবার৷
যতো পাপ করেছে জমা ভরেছে ভাণ্ডার
পুত্র সম দুঃশাসনে করেছে পোষন
কেড়েছে তারা মানুষের অধিকার
প্রজার জীবনে এনেছে অন্ধকার৷
বেড়েছে দুর্নীতি, ধর্ষন ভ্রষ্টাচার
ক্ষমতার চাবুকে চালায় শাসন
চালিয়েছে সীমাহীন অত্যাচার
নারী নয় নিরাপদ রাজত্বে তাহার৷
হাজার টাকায় তাদের করেছে দাস
নিয়েছে সুযোগ মানুষের গরিবির
তার পোষ্যরা খোঁজে শুধু নারী মাস
দেরি নয় আর, করবো তোদের সর্বনাশ ৷
তর্জন গর্জন দেখি কার আছে কত
লালসার অভিলাষ ঘুচবে এবার
থাকবে না একটাও আর অক্ষত
উঠেছে গড়ে আজ বিশাল জনমত৷
জনগণ করবে এবার তোদের বিচার
নারীরা আজ নেমেছে পথে দুর্গার অবতার,
নিয়েছে শপথ করবে তারা অসুর নিধন
আবার হবে নতুন করে অকাল বোধন৷