পৃথিবীতে কি এমন একটা সমাজ থাকতে নেই
যেখানে নারী পুরুষের থাকবেনা  কোনো ভেদাভেদ,
শুধু মনুষ‍্য সমাজ গড়ে উঠুক এই বিশ্বময়।
যেথায় পুরুষ দেখাবে না নারীর উপর আধিপত‍্য
নারীরাও থাকবে না পুরুষদের উপর নির্ভরশীল,
মানুষ শুধুই মানুষ হয়ে থাকবে যে যার মতো ।
উভয় লিঙ্গ থাকবে বেঁচে নারী ও পুরুষ।
আসুক এমন একটা জীবন যেখানে সবাই স্বাধীন,
বন্ধ হোক এবার এই সমাজে লিঙ্গের কাটাছেঁড়া।
শরীরে বা মনে কার দখল  কতোটা বেশী--
বদলাতে হবে  পুরানো সেন্টিমেন্ট ,
তৈরী করতে হবে নতুন সমাজ ।
নারী বলে সব সুবিধা বা অসুবিধা
ভোগ করবে কেন বারবার
শুধু নারীই কেন সুগৃহিনী ,সুনিপুনার তকমায় সামলাবে  ঘর বার।
আসুক এমন একটা সমাজ, যেখানে ভাগাভাগি
দলাদলির দিন  হয় শেষ।
মান-হুস নামের মনুয্যত্ব জাগে যেন সবার মনে।
কেউ নয় কারো মালিক,নয়তো কেউ কারো চাকর।
এই দাবী হোক সমাজের প্রতিটি জনের।