কলম ধরেছি আজ,  নই আমি কবি
নিবের আঁচড়ে ফুটিয়ে তুলি  যন্ত্রণার ছবি।
মনের কথা লিখতে  ভালোবাসি আমি
সুর তাল ছন্দ খোঁজা  সবথেকে দামি।
সত‍্য কথা লিখি আমি লোকে বলে ভুল
মিথ্যায় দাঁড়িয়ে আছে জগৎ বিপুল।
সনেট কবিতা আমি জানিনা লিখতে
ছন্দ রীতির লেখাটা পারিনি শিখতে।
অমলতাস ,হাইকু লিখি লিমেরিক
ছড়াক্কা ,তানকা ,আদা লিখিনা বেঠিক।
অন্তমিলে অনু ছড়া লিখি প্রতিদিন
জীবনের ছন্দ  জানা বড়োই কঠিন।
খাঁটি কথা বলি বলে লোকে বলে মন্দ
মনেতে আমার আজ খেলে শুধু ছন্দ।