ভিক্ষা পাত্রে যদি চাও ভালোবাসা
জেনো পাবে না সুখ, সেথা শুধু নিরাশা,
দয়া দানে কভু কেউ দেয় নাই মন
করুণার ভালোবাসা, মিথ্যা প্রহসন ৷
পূর্ণতার প্রত্যাশায় বাড়ায়ো না হাত
পাবে না কিছুই, অসময়ে খাবে মাত ৷
ভালোবাসা চেয়ে যদি সামনে ধরো ঝুলি
হৃদয় আঙনে কেউ আঁকবে না রঙোলি৷
ভালোবাসা স্বতঃস্ফূর্ত, নয় চাওয়া পাওয়া
নয় কোনো শর্ত কিংবা দেওয়া নেওয়া ৷
যে চায় না তোমার অনুভূতির নাগাল
তাকে ভালোবাসা, তোমার মন্দ কপাল ৷
সুখ দুঃখ হবে না ভাগ, পাবে না শান্তি খুঁজে
একলা বসে দেখবে আকাশ, থাকবে মুখ গুঁজে ৷
অপ্রাপ্তির অশ্রু কপোলে আলপনা এঁকে যাবে
আলিঙ্গনে প্রেম নয়, শুধু কামনার ছোঁয়া পাবে ৷