তোর কিসের এত অহংকার?
তোর জানার নেই দরকার।
কার তরে এই গোসা?
বলবো না তোকে চাষা।
শিক্ষিত হয়েও কেন বেকার ?
চাকরি দেয়নি আজও সরকার।
শিক্ষা থাকতেও ভিক্ষা কেন?
পরিস্থিতিটা এরকমই যেনো।
পরিবার তোর কাঁদছে কেন?
দুদিন খেতে পায়নি জানো।
কেন করিস শিক্ষার বড়াই?
এটাই আমার সম্পদ ভাই।
শুনেছি চাকরি হয় বিক্রি?
হয়েছিল, এখন হয়েছে ডিক্রি।
চারিদিকে কেন এত দুর্নীতি?
জানিনা, বোধহয় সব রাজনীতি।
ভাইয়ে ভাইয়ে কিসের লড়াই?
টাকার নেশায় মত্ত সবাই।
এসব কবে বন্ধ হবে?
যেদিন সবাই চিতায় যাবে।