প্রিয়তম এতদিন কোথায় ছিলে?
আমার অবেলায় তুমি দেখা দিলে।
বিধির বিধানে তুমি শুধু আমারি
জনমে জনমে আমি রব তোমারি।
প্রিয়তম, তুমি যে আমার চির চেনা
লুকিয়ে ছিলে কোথায় হয়ে বেগানা।
এসেছি ধরায় তুমি-আমি বারেবারে
দুজনের এ বাঁধন থাকবে জন্মান্তরে।
প্রিয়,তব অভিমান কতো দেখেছি
তবু হৃদয়ের কাছাকাছি থেকেছি,
আমাদের হয়নি বাঁধা একসাথে নীড়
পরিহাস জানি না কেন নিয়তির ;
তুমি আমার আনন্দাশ্রু দুচোখে
সুখের অনুভূতি আমার এ বুকে।
আমার পৃথিবী তোমার চোখের গভীরে
আমি ঊর্মিমালা তোমার হৃদয় সাগরে ।
প্রিয়তম তুমি আমার মিষ্টি সকাল
লাগিয়েছো মনে প্রেমের গুলাল।
তোমায় পেয়ে হয়েছে জীবন ধন্য
চিরজনমের সাথি তুমি যে অনন্য।