কেন এসে ছিলে তুমি যাবে যদি চলে
ভালো যদি বেসে ছিলে কষ্ট কেন দিলে।
তব প্রেম মোর কাছে ছিল অর্ঘ সম
তব স্থান দেব তুল্য হৃদি জুড়ে মম।
ধন যশ টাকা কড়ি কিছু নাহি চাই
প্রেম বিনা এই কায়া কোনো মূল্য নাই।
ফিরে এসো প্রিয় দিয়ো নাকো আর কষ্ট
তব  প্রেম বিনা মোর কায়া হবে নষ্ট।
লাভ কিবা আছে বলো দুঃখ দিয়ে মোরে
এসো ফিরে ত্বরা ,ধরো তব বাহু ডোরে।
হিয়া মাঝে আছো তুমি ,সাত জন্ম হতে
কেন তবে থাকো দূরে, থেকো আঁখি পাতে।
সুখে দুখে রব মোরা হাতে রেখে হাত
এক সাথে পথ চলি করি বাজি মাত।