আচ্ছা বলতে পারো কি কেউ
উঠেছে মনে কিছু প্রশ্নের ঢেউ
প্রেমের উষ্ণতা বেশি ভালো
না ভালোবাসার মিষ্টি পরশে
জীবনে জ্বলে খুশির আলো?
যে ঠোঁট চেয়েছিল পুড়তে
তপ্ত অধরের উষ্ণ ছোঁয়ায়
আজ কেন তবে পুড়ছে
সে ঠোঁট নিকোটিনের ধোঁয়ায়।
কল্পনা বড়োই মধুর নেশার জগতে
রয়েছে আঘাত বাস্তবের ধরণীতে।
কর্পুরের মতো উড়ে যায় কল্পনার হাসি
ভাঙ্গা মনের দুয়ারে যখন বাস্তব বাজায় বাঁশি।
ঘোর কাটে, তখন সময় থমকে দাঁড়ায়
বাস্তব বড়োই কঠিন এই দুনিয়ায়।