আমি সেই মেয়ে
যে জন্মের উষা লগ্নেই
দেখেছে মা বাবার করুণ মুখ,
বাজেনি শঙ্খ যার জন্মের খুশিতে
আমি সেই অবাঞ্ছিত মেয়ে৷
লাঞ্ছনা গঞ্জনার স্রোতে ভাসতে ভাসতে
শৈশব কৈশোরের ঘাট পেরিয়ে
যৌবনের মোহনায় এসে
যে চোখে খুঁজেছিল প্রেম,
সেখানে দেখেছি শুধু
কামনার লোলুপ দৃষ্টি ৷
দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত
মা বাবাকে মুক্তি দিতে
নিজেকে বলি দিয়েছি গরিবির যূপকাষ্ঠে।
যৌতুকলোভী মানুষের  অত্যাচারে
যখন প্রাণ হয়েছিল ওষ্ঠাগত
তখন আমার ভিতরে ফুটে উঠতো লাভা৷
মেয়ে হয়ে জন্মানোটাই কি আমাদের অপরাধ,
আমরা বোধহয় ভুল পথের পথিক,
আমরা জীবনের ছবি আঁকি
কেবল  দুঃখের রঙ তুলি দিয়ে৷
এ দেশেই তো জন্মেছিল
কত মহীয়সী, কত বীরাঙ্গনা,
তাহলে আমরা কেন হবো অত্যাচারের শিকার
কেন প্রতিবাদ করতে পারবোনা অন্যায়ের বিরুদ্ধে।

হ্যাঁ, আমি সেই মেয়ে
আজ আমি ঘুরে দাঁড়িয়েছি ৷
হাতে তুলে নিয়েছি কলম
যার আঁচড়ে ফুটিয়ে তুলেছি
প্রতিবাদের ভাষা৷ ৷
  সবাই বলে,  আমি বদলে গেছি,
হ্যাঁ , আমি বদলে গেছি
বদলেছি আমার ফেলে আসা ঘৃণ্য জীবন,
আজ দাঁড়িয়েছি নিজের পায়ে ৷
আমরা নারী, আমরাও গড়তে পারি
নিজস্ব এক জীবন,
খুঁজে পেতে পারি জীবনের মানে ৷
শাসন শোষনের গণ্ডি পেরিয়ে
আমরাও খুঁজে পেতে পারি ঠিকানা
দিগন্তের সীমানায়৷