আমি বেশ ভালো আছি হাসির মুখোশ পরে
কোনোমতে বেঁচে আছি  জীবন যুদ্ধে লড়ে।
চাঁদের আলোয় আলোকিত  আমার কুঁড়েঘর
বর্ষায় শ্রাবণ ধারায় ঘরের  মধ্যে  গঙ্গা সাগর
আমার জীবনতরী ভাসে সেথায় নিয়ে ছিন্ন পাল ।
জীবন যুদ্ধে লড়ছি একা, নেই কোনো ঢাল।

পুব আকাশে সূর্য ওঠে রোজ,  পশ্চিমে মিলায়
জীবনের  দিনগুলি  এভাবেই পার হয়ে যায়।
মরুভূতে ফুটিলো না ফুল, কত বসন্ত হয়ে গেছে পার
স্বপ্নগুলো শুকিয়ে গেছে,  জীবন হয়েছে অসার।
গরীবের চিন্তা শুধু ক্ষুধা নিবারন, স্বপ্ন দেখা পাপ,
তাদের জীবনে আসে না বসন্ত ,শুধু গ্রীষ্মের খরতাপ।
বেঁচে থাকার লড়াইয়ে প্রতি পদে আছে শুধু দ্বন্দ্ব
থাকতে নেই আমাদের জীবনে  সুর তাল ছন্দ।
বুকের ভেতর যন্ত্রণার কথা বলি না কাউকে
নেই কোনো সুহৃদ, হৃদয় খুলে দেখাবো যাকে ।
পূর্ণিমার চাঁদ দেখে আমার কবিতা আসে না
গোলাকার চাঁদে  মনে জাগে রুটির বাসনা।
ঈশ্বর করুণাময় তাহার দয়ার এই মানব জীবনে
আমি বেশ ভালো আছি তাহার সৃষ্ট বিশ্ব ভুবনে ।
সদা বলি যেন আমি ভালো আছি এই প্রার্থনা আমার
যেতে পারি হাসি মুখে,  যখন সময় হবে যাবার।